
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষের মুখে এবার ভারতীয় গবেষক বদর খান সুরি। কলম্বিয়ার পর এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো আমেরিকার জর্জটাউন বিশ্ববিদ্যালয়। অভিযোগ, ইজরাইলের গণহত্যার বিরুদ্ধে সরব হয়েছেন এই পড়ুয়া।

নিজের সহপাঠীদের সঙ্গে যুদ্ধবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন বদর খান সুরি। জানা যাচ্ছে, সুরি জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষক। আমেরিকা সরকার যুদ্ধবিরোধী আন্দোলনের কারণে শনিবার রাতে সুরির ‘এফ-১’ ছাত্র ভিসা বাতিল করে দেয়। আমেরিকায় বলপূর্বক এই ছাত্রটিকে অবৈধ অধিবাসী বলে অভিহিত করা হয়।
