আব্বাস সিদ্দিকের সঙ্গে জোট প্রার্থী দিচ্ছেন রিপাবলিকান পার্টি? জল্পনা তুঙ্গে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201019-WA0032

এনবিটিভি ডেস্ক: ভাঙড়ে ফুরফুরার পীরজাদা আব্বাস সিদ্দিকী এক তৃণমূল বিধায়কের রোষে পড়েন বলে অভিযোগ ওঠার পর নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। আব্বাস সিদ্দিকী পাল্টা হিসেবে ভোটে প্রার্থী দেওয়ার হুমকি দিয়েছেন। এর ফলে শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে চোরা স্রোত বইছে, আব্বাস সিদ্দিকী প্রার্থী দিয়ে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরবেন না তো? কারণ, কেন্দ্রের বিজেপি শরিক দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া এক প্রেস বিবৃতিতে আব্বাস সিদ্দিকীকে সঙ্গে এ রাজ্যে জোট করে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে।

সেই সঙ্গে সোমবার পিছড়ে বর্গদের সাথে নিয়ে জোট গঠন করে ২০২১ বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণা করল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া বা আরপিআই।

উল্লেখ্য, রিপাবলিকান পার্টি বিজেপির এনডিএ জোটের শরিক। আর পি আইয়ের জাতীয় সভাপতি রামদাস আঠবলেজী এখন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী।

সোমবার এক প্রেস বিবৃতিতে রিপাবলিকান পার্টির রাজ্য সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক জানান, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, রাষ্ট্রীয় জনধিকার সুরক্ষা পার্টি ও ১৩ টি সামাজিক সংগঠনকে নিয়ে বঞ্চিত বহুজন মহাজোট গঠন করা হয়েছে। আগামী ২০২১ বিধানসভায় এই জোট ১৫০ টি কেন্দ্রে লড়াই করবে। সেই সঙ্গে তিনি জানান, পিরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে কথা হয়েছে। আর ছোট ছোট পার্টির সাথে কথা হচ্ছে। তাদের জন্য বাকি আসন ছেড়ে দেওয়া হবে। বঞ্চিত বহুজন মহাজোটের চেয়ারম্যান নির্বাচিত করা হয় দেব কুমার চ্যাটার্জিকে। সম্পাদক নির্বাচিত হয়েছেন মৃত্যুঞ্জয় মল্লিক।

এদিন বঞ্চিত বহুজন মহাজোটের ১০ জন প্রার্থী ঘোষণা করা হয়। জোটের চেয়ারম্যান দেব কুমার চ্যাটার্জিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছেন। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্যান্থার্স সেনার সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজা মুখোপাধ্যায়। হাবড়া কেন্দ্রে প্রার্থী শ্যামাপ্রসাদ মুখার্জির পঞ্চম প্রজন্ম শ্রীমতি সুলতা ঘোষ, গাইঘাটায় আর মজুমদার, জামালপুরে সঞ্জু চক্রবর্তী, উত্তর দমদমে দেব কুমার চ্যাটার্জি, বরানগরে সুমন্ত কুমার জানা, তারেকেশ্বরে বিনয় কুমার মালিক, মধ্যমগ্রামে সৌরভ বাসু, খাতরায় আনন্দ কুমার সরেন।

বাকি ১৪০ টির নাম আগামী ১১ নভেম্বর আর পি আইয়ের জাতীয় সভাপতি, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী রামদাস আঠবলেজী ঘোষনা করবেন বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর