এনবিটিভি ডেস্ক: একদিনে দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৭,৭২৪ জন। মারা গিয়েছেন ৬৪৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, সবমিলিয়ে মোট আক্রান্ত এখন ১১,৯২,৯১৫ জন। মোট মৃত ২৮,৭৩২ জন। সুস্থ হয়েছেন ৭,৫৩,০৫০ জন।
আইসিএমআর জানাচ্ছে, মঙ্গলবার পর্যন্ত মোট ১,৪৭,২৪,৫৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে করোনায় মৃত্যুর হার ২.৪৩ শতাংশ থেকে কমে হয়েছে ২.৪১ শতাংশ। সুস্থতার হার ৬৩.১ শতাংশ।
অন্যদিকে, মুম্বই পুরসভা দাবি করেছে, মুম্বইয়ে করোনা নিয়ন্ত্রণে। এখন দিনে দেড়হাজার সংক্রমণের খবর আসছে। প্রতিদিন ৬ থেকে ৭ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে। দিল্লিতেো সংক্রমিতের থেকে সুস্থ হওয়ার হার বাড়ছে।