Monday, April 21, 2025
34 C
Kolkata

আরব আমিরাতে দূতাবাস খোলার সুযোগ পেল ইহুদিবাদী ইসরাইল

নিউজ ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর কয়েক সপ্তাহের মাথায় সংযুক্ত আরব আমিরাতে দূতাবাস খোলার সুযোগ পেল ইহুদিবাদী ইসরাইল। নয়া ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির ল্যাপিড মঙ্গলবার প্রথমবারের মতো কোনো ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে ওই দূতাবাস উদ্বোধন করেন।

ল্যাপিড নিজে এক টুইটার বার্তায় এ খবর জানান যেখানে তাকে আরব আমিরাতের সংস্কৃতি ও বিজ্ঞান উন্নয়নমন্ত্রী নূরা আল-কাবি’কে দূতাবাস ভবনের সামনে স্থাপিত ফিতা কাটতে দেখা যায়। ছবির ক্যাপশনে ইসরাইলি মন্ত্রী লিখেছেন, “আমিরাতি মন্ত্রীর সঙ্গে ইসরাইলি দূতাবাসের উদ্বোধন।”

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ২০২০ সালে ইহুদিবাদী ইসরাইলকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত। এরপর চলতি বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইতে ইহুদিবাদী ইসরাইলের দূতাবাসের কার্যক্রম শুরু হয়। একইসঙ্গে দুবাই শহরেও কনস্যুলেট স্থাপন করে তেল আবিব। ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেই দূতাবাস ও কনস্যুলেট উদ্বোধন করেন।

এর আগে চলতি জুন মাসের গোড়ার দিকে সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে তেল আবিবে তার দূতাবাস উদ্বোধন করে। এর আগেও দু’একজন ইসরাইলি মন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন কিন্তু ল্যাপিড হচ্ছেন আবু ধাবি সফরকারী সবচেয়ে সিনিয়র ইসরাইলি মন্ত্রী।

ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী ইসরাইলি যাত্রীবাহী বিমান সৌদি আরবের আকাশসীমা অতিক্রম করে আবুধাবি গমন করে। সৌদি সরকার গত বছর ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চলাচলকারী বিমানের জন্য নিজের আকাশসীমা উন্মুক্ত করে দেয়। ইয়ায়ির ল্যাপিড তার দু’দিনের আবুধাবি সফরে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

পর্যবেক্ষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের আরব শাসকরা বিশ্বাসঘাতকতা না করলে ফিলিস্তিনি ভূমি জবরদখল করে সম্পূর্ণ অবৈধভাবে স্থাপিত ইসরাইল বহু আগে ধ্বংস হয়ে যেত। ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামীরা যখন তাদের মাতৃভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে অকাতরে জীবন বিলিয়ে দিচ্ছেন  এবং তেল আবিব ফিলিস্তিনি জনগণের ওপর ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তখন এই ইহুদিবাদীদের নিয়ে পূর্ণ উদ্যোমে দহরম মহরম চালিয়ে যাচ্ছেন আরব শাসকরা।

পার্সটুডে/

Hot this week

হঠাৎ করেই বুকে ব্যথা…! ...

হঠাৎ করে বুকে ব্যথা হওয়ায় তৎকাল কমান্ড হাসপাতাল ভর্তি...

মুম্বাইয়ের ভিলে পার্লের জৈন মন্দির ভাঙা ঘিরে বিতর্ক, রাস্তায় নেমে নীরব প্রতিবাদে হাজারো মানুষ

মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকায় অবস্থিত প্রায় ৯০ বছরের প্রাচীন...

অবশেষে আইনি মতামত নিয়ে রাজ্যকে যোগ্য অযোগ্য তালিকা পাঠাচ্ছে এসএসসি

ফের পথে নামলেন চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা। মানববন্ধন করে এসএসসি...

বামেদের ব্রিগেড ‘ফ্লপ শো’ বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

গত রোববার ছুটির দিনে বামেদের ডাকে আয়োজিত হলো বিশাল...

Topics

হঠাৎ করেই বুকে ব্যথা…! ...

হঠাৎ করে বুকে ব্যথা হওয়ায় তৎকাল কমান্ড হাসপাতাল ভর্তি...

অবশেষে আইনি মতামত নিয়ে রাজ্যকে যোগ্য অযোগ্য তালিকা পাঠাচ্ছে এসএসসি

ফের পথে নামলেন চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা। মানববন্ধন করে এসএসসি...

বামেদের ব্রিগেড ‘ফ্লপ শো’ বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

গত রোববার ছুটির দিনে বামেদের ডাকে আয়োজিত হলো বিশাল...

জয় শ্রী রাম স্লোগান না দেওয়ায় মুসলিম কিশোরকে ভাঙ্গা কাঁচের বোতল দিয়ে বেধড়ক মার

উত্তরপ্রদেশের কানপুর গ্রামীণ এলাকার মহারাজপুর থানার অধীন সরসৌল অঞ্চলে...

Related Articles

Popular Categories