আলিনুর মন্ডল, বসিরহাটঃ দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন ভাবে সমাজের’ অসহায় পিছিয়ে পড়া মানুষের বিভিন্নভাবে সাহায্য করে চলেছে ডোনাল ফ্রেন্ড নামক স্বেচ্ছাসেবী সংগঠন।
কখনো অসহায় শিক্ষার্থীদের শিক্ষার যাবতীয় ব্যায়ভার নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন, কখনো বা অসহায় মানুষের চিকিৎসার যাবতীয় খরচ থেকে শুরু করে সংসারের যাবতীয় খরচ নিজেদের সাধ্যমত দিয়ে চলেছেন এই স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ বসিরহাট উত্তর বিধানসভার মাটিয়া থানার অন্তর্গত মাটিয়া গ্রামের বাসিন্দা সামসের আলী ফকিরের কন্যা সাহানারা খাতুনের হঠাৎই বিয়ে ঠিক হয়ে যায়।
কিন্তু সামসের আলী ফকির দীর্ঘকাল যাবত রোগশয্যায় পড়ে আছেন, পুত্রহীন এই পিতার পক্ষে নিজের মেয়ের বিয়ের ব্যয় ভার বহন করা একেবারেই দুঃসাধ্য হয়ে ওঠে। ঠিক সেই সময় হাজির হয় মাটিয়ার ডোনাল্ড ফ্রেন্ড নামক এই স্বেচ্ছাসেবী সংগঠন। সাহানারা খাতুনের বিয়ের যাবতীয় খরচ নিজেদের কাঁধে তুলে নেন এই সংগঠন।

অসহায় কন্যার বিয়ের যাবতীয় ব্যয়ভার বহন করলেন মাটিয়ার ডোনাল ফ্রেন্ড নামক স্বেচ্ছাসেবী সংগঠন
Popular Categories