গোলাম হাবিব, মালদাঃ তুমুল বর্ষণে কোমর জলে ভাসলো মালদা শহরের রথবাড়ি বাজার। সমস্যার মুখে মাছ-মাংস-সবজি ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ইয়াসের জেরে তুমুল ঝড় বৃষ্টি মালদাতেও শুরু হয়েছিল। একদিন কেটে গেল সেই বৃষ্টির জলে শুক্রবারও জলমগ্ন হয়ে আছে মালদা শহরের বিভিন্ন এলাকা। আর এতেই মাথায় হাত পড়েছে মালদা শহরের মাছ-মাংস-সবজি সহ বিভিন্ন ব্যবসায়ীদের। তাতেই মাথায় হাত রথবাড়ি বাজারের ব্যবসায়ীদের। সবজি ব্যবসায়ীরা বাধ্য হয়ে রথবাড়ি এলাকায় একটি লেনে বসিয়েছে সবজি-ফলমূলের বাজার।
অন্যদিকে ঘটনার পরিস্থিতি সামাল দিতে শুক্রবার সকালে বাজার চত্বর পরিদর্শন করেন মালদা জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক জয়ন্ত কুণ্ডু সহ ব্যবসায়ী সমিতির অন্যান্য কর্মী ও এলাকার পৌরসভার প্রতিনিধিরা। জয়ন্ত বাবু জানান, পাম্পের সাহায্যে দ্রুত এই জল বের করার চেষ্টা করা হবে যাতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে না পড়ে।