এমসি কলেজে ধর্ষণের ঘটনায় নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200929-WA0004

 

রফিকুল ইসলাম মামুন

সিলেট জেলা প্রতিনিধি

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় জড়িত সকল আসামীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট জেলা আহ্বায়ক কমিটি

গতকল্য (২৮সেপ্টেম্বর) সোমবার সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে সকাল ১১ঘটিকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট জেলা শাখার আহ্বায়ক ডাঃ শাহনেওয়াজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে
ও সদস্য সচিব তাহমিন শারমিন তামান্নার পরিচালনায়
মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট জেলা আহবায়ক কমিটির উপদেষ্টা ও সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফত সিদ্দিকী, নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট মহানগরের আহ্বায়ক সামিয়া বেগম চৌধুরী, সিলেট জেলা মহিলা দলের সভানেত্রী সালেহা কবির শেপি, আরোও উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য বুরহান উদ্দিন, জাকির হোসেন, অঞ্জন দাস অঞ্জন, আব্দুল্লাহ, ইমরান আলী, যুবদল নেতা জামাল আহমদ, জইন উদ্দিন, সামছু উদ্দিন,প্রমুখ।
এসময় বক্তারা বলেন,সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় কলেজকে কালিমালিপ্ত করা হয়েছে। দেশে প্রতিনিয়ত ঘটা ধর্ষণের সাথে জড়িতদের বিচার না হওয়ায় আবারো তার পুনরাবৃত্তি হল। কলেজ বন্ধ থাকার পরেও কিভাবে এই সন্ত্রাসীরা ছাত্রবাসে থাকে? আমরা এসব ধর্ষকদের আশ্রয়দাতাদেরও বিচার দাবি করি। এসময় প্রশাসনের দায়িত্বহীনতার সমালোচনা করে ধর্ষণের সাথে জড়িত ছাত্রলীগ নেতাদের অবিলম্বে গ্রেফতার করে বিচার দাবি করা হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর