নেপালের নতুন মানচিত্রের বিল পাশঃ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

FB_IMG_1592557687263

আতিয়া সুলতানা তাইয়্যিবা
এনবিটিভি নিউজ ডেস্ক

নেপালের পার্লামেন্টে ভারতের একাধিক এলাকাকে অন্তর্ভূক্ত করে নতুন মানচিত্র তৈরির সংশোধনী বিল পাশ হয়ে গেল।
সেখানে ৫৭ জন সদস্যই নতুন বিলের পক্ষে ভোট দিয়েছেন৷ গত ৮ ই মে ভারত-নেপালের মধ্যে সম্পর্কের অবনতি শুরু হয়। নেপালের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরাখণ্ডে ৮০ কিলোমিটার দীর্ঘ তাওয়াঘাট-লিপুলেখ সড়কের উদ্বোধন করেছিলেন সেদিন।
ওই রাস্তা তাদের ভূখণ্ডের মধ্যে দিয়ে গিয়েছে বলে দাবি করে নেপাল। তৎপরতা শুরু হয় তখন থেকেই। নেপাল তৈরিও করে ফেলে দেশের নতুন ম্যাপ৷ মানচিত্রে ভারতের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা নিজেদের সীমান্তের মধ্যে ঢুকিয়ে দেয় ফলে, তিন এলাকাই নেপালের উত্তরাখণ্ডে মধ্যে পড়ে যায়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর