ফিলিস্তিনিরা আগুনের বেলুন পাঠানো শুরু করেছে ইসরাইলের উপশহরে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_979035445887484

আতিয়া সুলতানা তাইয়্যিবা
এনবিটিভি নিউজ ডেস্ক:

ফিলিস্তিনিরা আবারও আগুনের বেলুন পাঠানো শুরু করেছে ইসরাইলের উপশহরগুলোতে।
আতন্ক ছড়িয়ে পড়ছে, বেলুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে দখলীকৃত অঞ্চলের উপশহরগুলোর বাসিন্দাদের মধ্যে।
গত শুক্রবার (১২ জুন) একদল ফিলিস্তিনি তরুণ গাজা উপত্যকা থেকে এ ধরণের কয়েকটি আগুন বেলুন উড়িয়েছে।
যুবকদের একজন হলেন আবু ইয়াসির। আল-আকসা মসজিদে নামাজে বাধা এবং পশ্চিমতীরকে দখলে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বেলুন উড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে, বলেন তিনি । পর্যায়ক্রমে বেলুনের সংখ্যা বাড়তে থাকবে। তাদের অপরাধ যত বাড়বে যতটা নির্যাতনের স্বীকার হবে ততদিন আগুন বেলুনের সংখ্যাও বাড়তে থাকবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর