আবসরের পর বিজেপিতে নয়, সেনাবাহিনীতে যোগ দিতে চান ধোনি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200421-WA0030.jpg

আবসরের পর বিজেপিতে নয়, সেনাবাহিনীতে যোগ দিতে চান ধোনি

বর্তমান বিশ্ব ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে যে পরিমাণ আলোচনা হয়। তা মনে অন্য কোন ক্রিকেটারের জীবনে এত আলোচিত হয়নি। এবারের বিশ্বকাপের শেষ ম্যাচেই ধোনির বিদায়ী ম্যাচ বলে জল্পনা উঠেছিল। সেটা অবশ্য হয়নি। তিনি এখনই ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন না। এরপরই আর একটি জল্পনা উঠেছিল তিনি খেলা ছেড়ে হয়ত গৌতম গম্ভীরের মত রাজনীতির মাটগে বিজেপিতে যোগ দেবেন। কিন্তু সে ভাবনাও এবার উড়েগেল। শোনা যাচ্ছে,
তিনি সেনার সঙ্গে যুক্ত হয়ে দেশের হয়ে করতে চান কাজ৷ সিয়াচেনে গিয়ে সোনার সঙ্গে যুক্ত হতে চান ধনি৷ সেনা বাহিনী যদি অনুমোদন দেয়, তাহলে তিনি এক মুহূর্তেই সেনার কাজে যুক্ত হবেন৷

সুত্রে খবর, এক ঘনিষ্ঠ বন্ধুকে ধোনি খেলা থেকে অবসর নিয়ে সিয়াচেনে গিয়ে ভারতীয় সেনার সঙ্গে যুক্ত হতে চান৷ সীমান্তে দাঁড়িয়ে করতে চান লড়াই৷ এবার বিশ্বকাপেই মহেন্দ্র সিং ধোনি ভারতীয় সেনার বলিদানের প্রতীক গ্লাভস লাগিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। শুধু এখানেই ধোনির সেনাবাহিনীর প্রতি ইঙ্গিত নয়, ২০১১ সালে ধোনিকে সেনায় সাম্মানিক পদ পান৷ ১৫ দিনের প্রশিক্ষণও নেন তিনি৷ প্রশিক্ষণে ধোনি প্যারশ্যুট জাম্পও করেন৷

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর