চাকুরীতে পূনর্বহাল ও বকেয়া বেতনের দাবীতে বরিশালে মানববন্ধন:

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_286829232453168

চাকুরীতে পূনর্বহাল ও বকেয়া বেতনের দাবীতে বরিশালে মানববন্ধন

এনবিটিভি নিউজ ডেস্কঃ
বকেয়া বেতন পরিশোধ করে সোনারগাঁ টেক্সটাইল মিল খুলে দেয়া এবং অবৈধভাবে অলিম্পিক সিমেন্টের ছাঁটইকৃতদের বকেয়া বেতন পরিশোধ এবং চাকুরীতে পুর্ণবহাল করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালণ করেছে বরিশাল সোনারগাঁ টেক্সটাইল মিল শ্রমিক-কর্মচারি সংগ্রাম পরিষদ।

আজ বুধবার (১৭ই) জুন বেলা সাড়ে ১১টায় বরিশাল শহরের প্রাণকেন্দ্র সদর রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দুর্যোগপূর্ন আবহাওয়া উপেক্ষা করেই শ্রমিকরা মানববন্ধনে যোগ দেয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বরিশাল সোনারগাঁ টেক্সটাইল মিল শ্রমিক নেতা নুরুল হক।

এ কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী এবং কয়েকজন ছাঁটাইকৃত কর্মচারী।

ছাঁটাইকৃত ও বেতন না পাওয়া শ্রমিকরা এসময় বলেন, শ্রম আইন দ্বারা পরিচালিত হওয়া সত্ত্বেও সোনারগাঁ টেক্সটাইল মিল এবং অলিম্পিক সিমেন্টের ক্ষেত্রে কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে শ্রম আইনের সকল ধারা লঙ্ঘন করে মালিকপক্ষ। এছাড়াও তারা এপ্রিল ও মে মাসের বকেয়া বেতন দাবী করেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর