নাটোরে আমানা বিগ বাজার সহ ৪টি প্রতিষ্ঠানে জরিমানা:

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_266680847890863

শিমুল আলী, রিপোর্টার, এনবিটিভি।

নাটোরে মাস্কের দাম বেশী রাখা ও মাস্ক ব্যবহার না করায় আমানা বিগ বাজার সহ ৪টি প্রতিষ্ঠান ও একজন পথচারীকে ৮হাজার ১’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত । আজ বেলা ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক ডেজী চক্রবর্তী এই জরিমানা করেন। এসময় সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মোহম্মাদ রাসেল উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ডেজী চক্রবতী জানান, মাস্ক ব্যবহার না করায় নিউ মিতা ডিজিটাল , বাবু ইলেকট্রনিক্স ও সরদার ফার্মা এবং একজন পথচারীকে ৩ হাজার ১’শ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্কের দাম বেশী রাখায় আমানা বিগবাজারের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিচারক ডেজী চক্রবর্তী জানান, জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ এবং মাস্কের দাম স্বাভাবিক রাখার বিষয়ে তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কাজ করছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর