ডিম্বাশয় থেকে ১২কেজি টিউমার অপারেশন করে নজির নদীয়ার জে.এন.এম হসপিটাল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

টিউমার অপারেশনের পরে ডাক্তারবাবু গণ।
টিউমার অপারেশনের পরে ডাক্তারবাবু গণ।

এনবিটিভি, কল্যাণীঃ  ডিম্বাশয় থেকে প্রায়  ১২কেজি ওজনের টিউমার অপারেশন করে  আবার নজির গড়ল নদিয়ার কল্যাণীজে.এন.এম হসপিটালের গাইনি বিভাগের চিকিৎসক অভিজিৎ হালদার এবং তার টিম। সচরাচর এমন অপারেশন হসপিটালে খুবই বিরল।

   ডাঃ অভিজিৎ হালদার বলেন, “সন্তান প্রসব করার পরেও রোগীর পেট একজন গর্ভবতী মহিলার মতো ছিল, এমন অবস্থায় জে.এন.এম হসপিটালে ভর্তি হয়। তারপর টিউমার ধরা পড়ে। রোগীর একটা ডিম্বাশয়ে প্রায় ১২ কেজি ওজনের টিউমারের সাথে সাথে অপর ডিম্বাশয়েও একটা ডারময়েড সিস্ট ছিল, যেগুলো অপারেশনের মাধ‍্যমে বের করে নেওয়া হয়েছে।”

ডাঃ আরও জানান, “আর একটা ডিম্বাশয় সংরক্ষন করা হয়েছে। যাতে পরবর্তীতে আবার সন্তান ধারন করতে পারেন বছর ঊনিশের ওই রোগী।”

এমন ধরনের ক্রিটাক‍্যাল অপারেশন করে সাধারন মানুষকে উপযুক্ত পরিষেবা দিতে পেরে আপ্লুত ওই চিকিৎসক টিম।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর