সেখ সাদ্দাম, মালদাঃ ইয়াস এর তান্ডবে দেখা দিয়েছে গোটা রাজ্য সহ মালদা জেলার বিস্তীর্ণ অঞ্চল কার্যত তছনছ হয়ে গেছে গোটা রাজ্য সহ মালদা জেলাতে কিছু এলাকা চরম ক্ষতিগ্রস্থ হয়েছে আম ও ধান চাষের।
ঝড়ের সঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টি যার জেরে বন্যার রূপ ধারণ করেছে মালদার বেশ কিছু অঞ্চল। বৃহস্পতিবার রাতের ভারী বৃষ্টির ফলে, মালতিপুর অন্তর্গত চাঁচল ২নং ব্লকের ধানগাড়া অঞ্চলের চড়ালমনি লোলিয়াবাড়ি গ্রামে, ঘরে ঘুমন্ত অবস্থায়প্রবল বৃষ্টিতে গোলার খুঁটি বসেই গিয়েই এই বিপত্তি, ধানের গোলা ভেঙে পড়ে তাদের ওপর ধান গোলা চাপা পড়ে প্রান হারিয়েছেন একই পরিবারের ৩ জন, মারা যান নাম বছর ৫০ এর তনু সরেন টুডু, ৭ বছরের রোহিত টুডু এবং ৫ বছরের শিশু রাহুল টুডু। নিজের পরিবারের আপজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার বর্গরা ।
শুক্রবার সকাল সকাল এই খবর শুনতে পেয়ে ছুটে যান ৪৭ নং মালতিপুর বিধানসভার কেন্দ্রের বিধায়ক আব্দুররহিমবক্সি সেই ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করেন। বিধায়ক মৃত্যু পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান তাদের সাহায্যার্থে আর্থিক ভাবে সাহায্য করেন। এবং সরকারী সবরকম সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।