আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
আগামী ১৫ অক্টোবর ০২০ রোজ বৃহঃবার ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) এর মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ এর আগমন উপলক্ষে
৭ আক্টোবর ০২০ বুধবার বাদে মাগরিব জলদী মিয়াবাজারে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখা ও সহযোগী( যুব ও ছাত্র আন্দোলন) সকল সংগঠনের সাথে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, আইএবি বাঁশখালী উপজেলা সিনিয়র সহ-সভাপতি : মাওলানা মুজ্জাম্মেলুল হক সাহেব। প্রধান অতিথি ছিলেন আইএবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব: আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার সাহেব। আরো উপস্থিত ছিলেন, আইএবি বাঁশখালী উপজেলা সেক্রেটারি : মাওলানা জসিম উদ্দীন মিছবাহ, সাংগঠনিক সম্পাদক : মাওলানা আমির হোছাইন নাছিরী, যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি: মাওলানা জয়নুল আবেদীন মুনতাসির, সেক্রেটারি: এস.এম ফয়জুল্লাহ, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক : মাওলানা এহসানুল্লাহ। যুব আন্দোলন বাঁশখালী উপজেলা সভাপতি: মাওলানা মোবারক হোসাইন আসিফ, সেক্রেটারি : মাওলানা জাহাঙ্গীর, মাওঃ মনছুর উদ্দীন, মাষ্টার জামাল উদ্দীন, মাওঃ সৈয়দুল আলম আশরাফী, মাওঃ হাশেম । ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি: মুহাম্মদ শরিফুল ইসলাম আজিজী, বাঁশখালী উপজেলা দায়িত্বশীল: হাফেজ মুহাম্মদ বাহদুর, মুহাম্মদ মিফতাহ প্রমুখ।