ইন্টারনেট স্পিড : সোমালিয়ার থেকেও পিছিয়ে বাংলাদেশ! ভারতের থেকে অনেক এগিয়ে পাকিস্তান

নিউজ ডেস্ক : ইন্টারনেট স্পিড এর নিরিখে পৃথিবীর সমস্ত দেশগুলোর একটি রাঙ্কিং প্রকাশ করেছে বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্টারনেট স্পিড পরিমাপক সংস্থা স্পিড টেস্ট। জানুয়ারি মাসে প্রকাশিত এই রাঙ্কিং এ পূর্ব আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত করা, দুর্ভিক্ষ পীড়িত ও তৃতীয় বিশ্বের অতিরিক্ত পিছিয়ে থাকা সোমালিয়ার থেকেও পিছনে অবস্থান করছে দক্ষিণ এশিয়ার তথাকথিত অন্যতম আধুনিক এবং উন্নত দেশ দেশ বাংলাদেশ।তবে বাংলাদেশের থেকে খুব একটা ভালো অবস্থানে নেই আমাদের সুপারপাওয়ার হওয়ার স্বপ্নে বিভোর ভারত বর্ষ ও। তথাকথিত উন্নত এবং ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান ও ভারতের তুলনায় অনেক উপরে অবস্থান করছে এই দিক থেকে।

রিপোর্টে জানা গিয়েছে, ‘নেট স্পিড’ এর নিরিখে ভারত ও পাকিস্তান এগিয়ে। সেই তুলনায় বাংলাদেশের চাইতে দক্ষিণ এশিয়ায় একমাত্র আফগানিস্তান পিছিয়ে রয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, আফ্রিকার দরিদ্র দেশ বলে পরিচিত ইথিওপিয়া ও সোমালিয়ার চাইতেও পিছিয়ে বাংলাদেশ। এদিকে, বাংলাদেশে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি অনেকদিন ধরেই ৪জি পরিষেবা সেবা দিয়ে আসছে বলে দাবি করে আসছে। এমনকি খুব শিগগিরই তারা ইন্টারনেটের নবতম প্রযুক্তি ৫জি সেবা দেবে এমন কথাবার্তাও শোনা গিয়েছে। এহেন পরিস্থিতিতে নয়া রিপোর্টে আসল ছবি কিছুটা পরিষ্কার হয়েছে বলেই মত বিশ্লেষকদের। তবে এই বিষয়ে বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রীর বক্তব্য, “মোবাইল পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর যে পরিমাণে ইন্টারনেট গ্রাহক রয়েছে তার চাইতে স্পেকট্রাম বা তরঙ্গের পরিমাণ কম থাকায় ইন্টারনেটের গতি কম হচ্ছে।

বিবিসি সূত্রে খবর, বাংলাদেশের যেসব মানুষ স্মার্টফোন ব্যবহার করেন তাদের একটি বড় অংশই যোগাযোগ, ব্রাউজিং বা বিনোদনের ক্ষেত্রে মোবাইল ইন্টারনেটের ওপর নির্ভরশীল। কিন্তু এই মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। উল্লেখ্য, ‘স্পিডটেস্ট’ মোট ১৪০টি দেশের মোবাইল ইন্টারনেটের গতি পরীক্ষা করেছে, সেখানে বাংলাদেশের অবস্থান ১৩৬তম। যা গত বছরের চাইতে এক ধাপ পিছিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে মালদ্বীপ। দেশটির অবস্থান ৪৫তম। এরপরেই ৮৮তম অবস্থানে রয়েছে মায়ানমার। নেপালের অবস্থান ১১৪তম। এর চার ধাপ পিছিয়ে ১১৮তম অবস্থানে রয়েছে পাকিস্তান। ১২০তম অবস্থানে শ্রীলঙ্কা। ভারত ১৩১তম অবস্থানে। এবং সবচেয়ে নীচে ১৪০তম অবস্থানে রয়েছে আফগানিস্তান।

Latest articles

Related articles