১২ই মার্চ,সেখ সাদ্দাম,মালদা: মালতিপুর বিধানসভার অন্তর্গত চাঁচল ২নং ব্লকের ক্ষেমপুর অঞ্চলের রনঘাট গ্রামের একটি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির মালিকের নাম নাইমুদ্দিন । অগ্নিসংযোগের ফলে ঘরে থাকা পোষাক থেকে শুরু করে সমস্ত রকম নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়,বাদ যায়নি বাড়িতে পোষা গবাদিপশুও। দুটি গরু ও দুটি ছাগল একেবারে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। সর্বহারা নাইমুদ্দিন দিশেহারা হয়ে এখন সরকারী সাহায্যের অপেক্ষায় আছেন। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সী। তিনি বিপদগ্রস্ত নাইমুদ্দিনের পরিবারকে সমস্তরকম সরকারী সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
Popular Categories