এবার ভোটে গুলি চালানোর নির্দেশ কেন্দ্রীয়বাহিনীকে

রাজ্যের প্রথম দফার ভোটে দুষ্কৃতীদের আক্রমণে আক্রান্ত হন পটাশপুর থানার ওসি ও সেনা জওয়ান।এই ঘটনার পরেই নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। দ্বিতীয় দফার ভোটের আগে নির্বাচন কমিশন জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার্থে গুলিও চালাতে পারে।রাজ্যে দ্বিতীয় দফার ভোটে মোতায়েন থাকবে 651 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী।বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ।4 জেলার 30টি আসনে হবে ভোটগ্রহণ।ওই দিন নন্দীগ্রামের মত হেভিওয়েট এলাকাতে হবে ভোট।সেখানে অশান্তি এড়াতে বুথে বুথে মোতায়েন করা হবে 21 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী।

Latest articles

Related articles