নিউজ ডেস্ক : পৃথিবীর অন্য সব দেশে গোবর এবং গোমূত্র নিষিদ্ধ আবর্জনা হিসেবে দেখে হলেও ভারতের এক শ্রেণীর মানুষের কাছে তা অতি পবিত্র এবং উপকারী জিনিস বলে মনে করা হয়। এমনকি দেশের শাসক দলের প্রবক্তা প্রকাশ্যে দাবি করেন গোবর কোহিনুর হীরের তুলনায় বেশি মূল্যবান। গোমূত্র এবং গোবর এদেশে চিকিৎসার কাজে লাগানোর ও বহু চেষ্টা করা হয় ধর্মীয় বাবাদের দ্বারা। এবার সেই ভারতে গুমূত্র আর গোবর ব্যবহার করে তৈরি করা হচ্ছে টুথপেস্ট। আর তা বিক্রি করে কোটিপতি হয়ে উঠেছেন এক ব্যবসায়ী।
গোবর ও গোমুত্র দিয়ে সাবান-টুথপেস্ট বিক্রি করে কোটিপতি হওয়ার খবর টা অনেকের কাছে অবাস্তব মনে হলেই এমনই ঘটেছে ভারতের মুম্বাইতে।
গোবর থেকে তৈরি সাবান, শ্যাম্পু, ফেইসওয়াশ, এমনকি টুথপেস্টও তৈরি হচ্ছে এবং সেগুলো বিক্রিও হচ্ছে প্রচুর।
এসব পণ্য বিক্রির জন্য নিয়মিত অর্ডার পড়ছে অ্যামজন, ফ্লিপকার্ট বা ই-বে’র মতো বড় বড় অনলাইন শপিং সাইটগুলোতে। মুম্বাইয়ের ৩৬ বছর বয়সী উমেশ সনি একজন মাইক্রোবায়োলজিস্ট। তিনি প্রতিষ্ঠা করেছেন কাওপ্যাথি নামের একটি প্রতিষ্ঠান। ২০১২ সাল থেকে তিনি গরুর গোবর দিয়ে নানান পণ্য তৈরি করছেন। এরমধ্যে গো ভক্ত হিন্দুদের মাঝে জনপ্রিয়তা লাভ করেছে তার তৈরি সাবান। এমনকি বিদেশে বসবাসকারী হিন্দুরা অনলাইন অর্ডার দিয়ে ক্রয় করেন এই সব গো আবর্জনা থেকে উৎপাদিত পণ্য।
যেমন গোবরের শ্যাম্পু, গোবরের টুথপেস্ট। তিনি জানান, প্রথম দিকে মূলত এসব পণ্য তিনি গিফট করতেন। আর এখন ১৪টি দেশের ৪০০ এর বেশি পাইকারি দোকানে তিনি পণ্য পাঠান। বর্তমানে তার কোম্পানির বার্ষিক টার্নওভার আড়াই কোটি টাকার বেশি। সম্প্রতি তিনি গরুর মূত্র প্রক্রিয়াজাত করে তা থেকে কফিও তৈরি করেছেন।