নিউজ টুডে : দেশে দ্বিতীয় ঢেউ এর প্রভাব কাটেনি এখনো। শুরু হচ্ছে তৃতীয় ঢেউ এর আশঙ্কা। এই সময়ে বিশেষজ্ঞদের মতে, তৃতীয় ঢেউ আটকাতে একমাত্র ভ্যাকসিন কর্মসূচির ওপরে জোর দিতে হবে। কিন্তু মোদি সরকার এবার জানিয়ে দিল তাদের প্রতিশ্রুত পরিমাণে ভ্যাকসিন জোগাড় করা সম্ভব না।
বছরের শেষের ১৩৫ কোটি ভ্যাকসিনের ডোজ মিলবে বলে জানাল কেন্দ্র। সুপ্রিম কোর্টকে জমা দেওয়া কেন্দ্রের হলফনামায় এমনটাই জানানো হয়েছে। তবে মে মাসে মোদি সরকার বলেছিল চলতি বছরের শেষে বাজারে করোনার ২১৬ কোটি ডোজ মিলবে। সেই অবস্থান বদল কেন্দ্রের। কেন্দ্রের এই হলফনামা অনুযায়ী, প্রতিশ্রুতির চাইতে ৮১ কোটি ডোজ কম মিলবে।
কেন্দ্রের দেওয়া হলফনামায় জানানো হয়েছে, ৫০ কোটি কোভিশিল্ড, ৪০ কোটি কোভ্যাক্সিন, ৩০ কোটি বায়ো-ই, জাইডাস ক্যাডলিয়া ডিএনএ ভ্যাকসিন ৫ কোটি ও ১০ কোটি স্পুটনিক-ভি মিলবে। তবে ওই হলফনামায় বলা হয়েছে খুব শীঘ্রই কম বয়সীদের জন্য টিকা আসছে বাজারে সেই জাইডাস ক্যাডিলা নির্মিত টিকা মিলবে দেশে। যা ১২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর প্রয়োগ করা হবে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে দেশে ১৮ ঊর্ধ্ব বয়সী জনসংখ্যা রয়েছে ৯৩ থেকে ৯৪ কোটি। তাদের জন্য মোট ১৮৬ থেকে ১৮৮ কোটি ভ্যাকসিন প্রয়োজন। তারমধ্যে ৫১.৬ কোটি ভ্যাকসিন আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পাওয়া যাবে। প্রসঙ্গত, ভারতের মোট ১৮ ঊর্ধ্বদের মধ্যে ৫.৬ শতাংশ মানুষ করোনার দুটি টিকা পেয়েছেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ৩১ কোটি ভ্যাকসিন দেশের মানুষকে দেওয়া হয়েছে এবং গ্রামাঞ্চলের জনসংখ্যার ৫৬.২৪ শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়েছেন। তবে গতকাল পর্যালোচনা বৈঠকে টিকাকরণে আরও গতি আনার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
সূত্র : আজকাল