মুর্শিদাবাদের ইসলামপুরে উদ্ধার প্রায় দেড় কুইন্টাল ইলিশ, গ্রেফতার দুই

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুরঃ মুর্শিদাবাদের ইসলামপুরে উদ্ধার হল এক কুইন্টাল চল্লিশ কেজি ইলিশ মাছ। পাচারের উদ্দেশ্যেই সেসব মাছ নিয়ে দুই ব্যক্তি রওনা দিয়েছিলেন, আর তাদেরকে মাছ সহ গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ। ধৃতদের নাম বিদ্যুৎ হালদার ও বিপ্লব হালদার। তারা দুজনেই জলঙ্গির বাসিন্দা বলে জানা গিয়েছে। পাচারে ব্যবহৃত গাড়িটিও আটক করা হয়েছে বলে জানিয়েছে ইসলামপুর থানার পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর ভৈরব টোল চত্বরে অপেক্ষা করছিলেন ইসলামপুর থানার পুলিশ। খবর ছিল একটি মারুতি ভ্যানে প্রায় ১৪০ কেজি ইলিশ মাছ পাচার হতে পারে। অবশেষে রাত দশটা নাগাদ তাদের আটক করে ইসলামপুর থানার পুলিশ। ভারপ্রাপ্ত আধিকারিক খুরশিদ আলমের নেতৃত্বে পুলিশের একটি টীম ইলিশ পাচারকারীদের হাত থেকে উদ্ধার করে।

Latest articles

Related articles