উজ্জ্বল দাস, আসানসোলঃ 27 সেপ্টেম্বর ভারত বনধের সমর্থনে আসানসোলের রবীন্দ্রভবনের সামনে AITUC এর উদ্যোগে সভা অনুষ্ঠিত হলো। শুক্রবারের এই সভায় AITUC নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে সংযুক্ত কিষান মোর্চার উদ্যোগে কৃষি আইন বাতিল, শ্রম কোড বাতিল সহ বিভিন্ন দাবিতে 27 শে সেপ্টেম্বর ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। এই বনধকে কেন্দ্রের বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো সমর্থন করেছেন। তাই এদিন AITUC এর উদ্যোগে এক সভা করা হয়েছে।
Related articles