নিউজ ডেস্ক : ঘরের মাঠে বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে পর্যদুস্ত করে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বাংলাদেশ শ্রীলংকার পর আয়ারল্যান্ডের মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও মুখ থুবড়ে পড়ল। আজ বিশ্বকাপ কোয়ালিফায়ারে দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩৩ রানের পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হয় টাইগারদের। এই নিয়ে বিশ্বকাপের প্রারম্ভিক পর্বে তিনটি ম্যাচ এর মধ্যে দুটিতেই পরাজয় বরণ করলো বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে বাংলাদেশের বোলিংকে তেমন পাত্তাই দেয়নি আয়ারল্যান্ড। মারকাটারি ব্যাটিংয়ে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৩ উইকেটের বিনিময়ে ১৭৭ এ। দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান সংগ্রহ করেন গ্যারেথ ডেলানি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলাদেশ। ১৫ রান তুলতেই টাইগার বাহিনী হারায় তিনটে উইকেট। তারপর থেকে আর আর ল্যান্ড এর বোলিংয়ের সামনে কার্যত সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বাংলাদেশের কোন ব্যাটসম্যান। পর্যন্ত কুড়ি ওভারের ১৪৪ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। দেশের পক্ষে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন নুরুল হাসান। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মার্ক আদাইর ৩ উইকেট নিয়েছেন। তবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার প্রত্যাশায় বিশ্বকাপ শুরু করা বাংলাদেশের টাইগার বাহিনী শুরুতেই ৩ দুর্বল প্রতিপক্ষের মধ্যে দুই প্রতিপক্ষের বিরুদ্ধে এভাবে বিপর্যয়ের সম্মুখীন হয় তাদের বিশ্বকাপ অভিযানের সাফল্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।