এনবিটিভি ডেস্ক ঃ রাজ্যের কোভিড চিকিৎসা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন। রাজ্যের বেশিরভাগ কোভিড হাপাতাল ও সেফ হোম বন্ধ করে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভবন দপ্তর জানিয়েছে , জেলা পিছু একটি ও দুটি কোভিড হাসপাতাল বা ওয়ার্ড চালু রাখা হবে এবং বাকিগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০ তে যে সমস্ত কর্মীদের নিয়োগ করা হয়েছিল তাদের অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফ থেকে। এবার থেকে রাজ্যে ১ থেকে ২ টি কোভিড হাসপাতাল ও ওয়ার্ড খোলা থাকবে। এই নির্দেশ জেলা শাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।
স্বাস্থ্য ভবন সূত্রের খবর , রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় দৈনিক সংক্রমণের সংখ্যা যা ছিল , তার থেকেও এখন সেই সংখ্যা অনেকটাই কমেছে , যে কারনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।