উজ্জ্বল দাস, আসানসোলঃ ঋণের টাকা শোধ না করায় আসানসোলের হটন রোডে দুটি ফ্ল্যাট সিল করলো ব্যাঙ্ক কতৃপক্ষ। সোমবার ম্যাজিসট্রেট ও পুলিশের উপস্থিতিতে ইন্ডিয়ান ব্যাঙ্ক কতৃপক্ষ এই দুটি ফ্ল্যাট সিল করেছে। জানা গিয়েছে আসানসোলের হটন রোডের বাসিন্দা নেহা মুকিম সহ আরও একজন দুটি ফ্ল্যাটের জন্য ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলো। কিন্তু এই দুটি ফ্ল্যাটের দু কোটি টাকা বকেয়া ছিলো। এই বকেয়া মেটানোর জন্য ব্যাঙ্ক কতৃপক্ষের তরফে বারবার নোটিশ দেওয়া হয়েছিলো। কিন্ত ঋণের টাকা শোধ না করায় ব্যাঙ্ক কতৃপক্ষের তরফে যা যা করণীয় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন ব্যাঙ্ক কতৃপক্ষ এবং ম্যাজিসট্রেট ও পুলিশের উপস্থিতিতে এই দুটি ফ্ল্যাট সিল করেছে।
Related articles