এনবিটিভি,বর্ধমান: পশ্চিম বর্ধমান জেলা সহ দুর্গাপুরের বিভিন্ন এলাকায় দু নম্বর জাতীয় সড়কের বেহাল দশা। রাস্তার মধ্যে দেখা দিয়েছে গর্ত। যে কারণে, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। শুক্রবার সকালে জাতীয় সড়ক এবং সমস্ত সার্ভিস রোড সংস্কারের দাবি নিয়ে একটি মিছিল করে দুর্গাপুরের বিধাননগর সংলগ্ন জাতীয় সড়কের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখালেন বামকর্মী সমর্থকরা। বিক্ষোভে শতাধিক বাম কর্মী সমর্থক সহ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বিষয়ে, সিপিআইএম-এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার জানিয়েছেন,”জাতীয় সড়ক এবং তার সার্ভিস রোডগুলি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। একদিকে যেমন প্রতিদিন ঘটছে দুর্ঘটনা তার সাথে পাল্লা দিয়ে দুর্গাপুর শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। তাই দুর্গাপুর বাঁচানোর পাশাপাশি দুর্গাপুরের মানুষদেরও বাঁচাতে হবে।” সে কারণে আজ তারা জাতীয় সড়কের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভ শেষে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেন সিপিআইএম নেতৃত্ব।