এনবিটিভি,পশ্চিম বর্ধমান: মানবিকতার অন্য নজির। আসানসোলে শিখ যুবকরা দুর্ঘটনাগ্রস্থ অ্যাম্বুলেন্স থেকে রোগীকে উদ্ধার করে পুলিশের সহায়তায় জেলা হাসপাতালে পাঠাল। সোমবার রাত সাড়ে ৯টার দিকে কালীর পাহাড়ি কাছে গোবিন্দ নগর মোড়ের ২নং জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স উল্টে যায়।
জানা গেছে, অ্যাম্বুলেন্সটি কলকাতা থেকে আসছিল। দুর্ঘটনার পড়ে চালক পালিয়ে গেলেও রোগী ভিতরে থাকলে স্থানীয় খালসা শিখ সংগাত গোবিন্দ নগর গুরুদ্বারের শিখ যুবক ও স্থানীয় লোকজনের সহায়তায় রোগীকে উদ্ধার করে অন্য একটি অ্যাম্বুলেন্সে হাসপাতালে স্থানান্তরিত করে।
পুলিশ জানিয়েছে রোগীর নাম প্রেমজি শর্মা। তবে বলাইবাহুল্য, শিখ সম্প্রদায় যুবক ও স্থানীয়দের এই উদ্যোগ মানবিকতার এক অন্য নজির গড়ল।