চুপিচুপি ফতিমাকে বিয়ে করলেন আমির! জোর গুঞ্জন বলিপাড়ায়

নিউজ ডেস্ক : সবে মাত্র চার মাস হয়েছে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে বলিউড অভিনেতা আমির খানের । দীর্ঘ ১৬ বছর দাম্পত‍্য সম্পর্কে থাকার পর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। আমির কিরণের বিচ্ছেদের পরেই অভিযোগ উঠেছিল তাঁদের মাঝে তৃতীয় ব‍্যক্তির প্রবেশের জন‍্যই আচমকা এই বিচ্ছেদ। সেই তৃতীয় ব‍্যক্তি হিসেবে নাম উঠে এসেছিল আমিরের ‘দঙ্গল’ সহ অভিনেত্রী ফতিমা সানা শেখের। এমনকী বিয়ের খবরেও উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। ফের এমন কিছু ছবি ভাইরাল হয়েছে, যা দেখে সকলেই মনে করছেন গোপনে বিয়ে সেরে নিয়েছেন আমির ও ফতিমা। ভাইরাল ছবিকে কেন্দ্র করেই জোর শোরগোল বলিপাড়ায়।

সত্যি কি তাই? অনস্ক্রিন কন্যার সঙ্গে ফের বিয়ে সেরে ফেললেন আমির? মোটেই ব্যাপারটা তা নয়। যে ছবিটি টুইটারে আমির-সানার বিয়ের প্রমাণ বলে চালানো হচ্ছে তা ভুয়ো। ছবিটি এডিট করা হয়েছে টেকনোলজির ব্যবহার করে। আসল ছবিটিতে আমিরের পাশে ছিলেন কিরণ, সেখানে কিরণের উপর ফাতিমার মুখ সুপার-ইমপোজ় করা হয়েছে। আর এই ছবি আকাশ আম্বানির বাগদানের। সেই সময় কিরণ রাও থেকে আমির খানের ডিভোর্স হয়নি এবং দুজনেই একসঙ্গে বাগদানে পৌঁছেছিলেন।

Latest articles

Related articles