গভীর রাত্রে দুর্গাপুরে বোমাবাজিতে আতংক এলাকা জুড়ে, চলছে পুলিশের টহলদারি

এনবিটিভি ডেস্কঃ  বুধবার গভীর রাত্রে দুর্গাপুরের বিবেকানন্দ ক্লাবের সামনে বোমাবাজির শব্দে আতঙ্কিত এলাকা জুড়ে। বোমাবাজির ঘটনায় উত্তপ্ত দুর্গাপুরের বিদ্যাপতি এলাকা।

স্থানীয়দের অভিযোগ, দুর্গাপুরের জঙ্গলমহল ক্লাবের কিছু ক্লাব সদস্য বাইকে করে এসে তাদের ক্লাবের সামনে এসে বোমাবাজি করে চলে যায়। সেই সময় বিবেকানন্দ ক্লাবের সামনে ক্লাবের সদস্যরা ব্যাটমিন্টন খেলছিলো ও কিছু সদস্য ক্লাবের ভিতরে ক্যারাম খেলছিলো। কেউ আহত না হলেও গোটা এলাকা জুড়ে আতংক সৃষ্টি হয়েছে।

ক্লাবের পার্শ্ববর্তী বাসিন্দাদের মধ্যেও আতংক দেখা দিয়েছে। এলাকায় বোমাবাজির ঘটনায় এলাকার বাসিন্দারাও আতংকের মধ্যে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাত্রে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্ধের জেরে দুর্গাপুরের এডিসন রোডে গুলি চলার ঘটনার পর বুধবার বোমাবাজির ঘটনায় দুর্গাপুর শহর জুড়ে শুরু হয়েছে আতঙ্ক। পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে এলাকায় চলছে পুলিশের টহলদারি।  

Latest articles

Related articles