
আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার আগেই, মালদহের বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাইস্কুলে, একদল পড়ুয়ার বিরুদ্ধে উঠল চঞ্চল্যকর অভিযোগ। বুধবার সকালে, ইংরেজি পরীক্ষা শুরুর আগে পড়ুয়াদের মারে জখম হলেন ৬ জন শিক্ষক। এই নিন্দনীয় ঘটনার রিপোর্ট তলব করেছেন উচ্চমাধ্যমিক সংসদের সভাপতি সঞ্জীব ভট্টাচার্য।
স্কুল কর্তৃপক্ষ ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, পরীক্ষা শুরু হওয়ার আগে, পরীক্ষার্থীদের তল্লাশি করতে যাওয়ার সময় ঘটে যায় এমন মর্মান্তিক ঘটনা। ওই একদল পড়ুয়া, শিক্ষার্থীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। এর পরমুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শিক্ষকদের মারধর শুরু করা হয়। দাবি করা হচ্ছে, মালদহের বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাইস্কুলে ইংরেজি পরীক্ষা দিতে আসা ওই একদল যুবকের মারে ছয় জন শিক্ষার্থী গুরুতর জখম হয়। স্কুল কর্তৃপক্ষ মারফত এও জানা যাচ্ছে, পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে পড়ে যে বিষ্ণুপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। এরপর ওই ছয় জন শিক্ষকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কান্দিটোলা হাইমাদ্রাসা, চর সুজাপুর হাইস্কুল এবং পারলালপুর হাইস্কুলের পড়ুয়াদের এ বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পড়েছিল চামাগ্রাম হাইস্কুলে। পরীক্ষা শুরুর আগেই চামাগ্রাম হাইস্কুলে গেটের বাইরে শুরু হয় চূড়ান্ত অশান্তি। নির্ধারিত নিয়মাবলী অবলম্বন করে, শিক্ষকরা মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষার্থীদের তল্লাশি করছিলেন। এ দেখে পরীক্ষার্থীদের কয়েকজন তল্লাশি করতে বাধা দেয়, এবং শিক্ষকদের উপর হামলা করে।