
খানাকুলের গ্রামীণ হাসপাতালে ভর্তি রোগীদের দিন কাটছে ঘুটঘুটে অন্ধকারে। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ নেই। গরমে হাঁসফাঁস করছেন রোগীরা। রাতে পাশের বেডে কে আছেন তাও টর্চ ছাড়া বোঝা যায় না। এমন অবস্থায় অনেকেই বলছেন, এর চেয়ে বাড়িতে থাকাই ভালো ছিল।
স্থানীয়দের কথা অনুযায়ী, শুধু হাসপাতাল নয়, খানাকুল এলাকায় একটু বৃষ্টি হলেই বিদ্যুৎ থাকেনা। হাসপাতালের এমন অবস্থায় কেন জেনারেটর নেই, সেই নিয়েও প্রশ্ন উঠছে।
অন্যদিকে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, তিনি ৬৩ কেভির জেনারেটর দিতে চেয়েছিলেন, কিন্তু এতে তৃণমূলের লোকরা বাধা দেই। তিনি অভিযোগ করেন, যে তার ফান্ডের টাকায় তিনি কাজ করতে পারছেন না।
পাল্টা স্থানীয় তৃণমূল নেতারা এই অভিযোগ অস্বীকার করে।তাদের দাবি, বিজেপি বিধায়ক রাজনৈতিক উদ্দেশ্যে এসব বলছেন।