এনবিটিভি ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হলেন ৩৪,৮৮৪ জন। গোটা দেশে এনিয়ে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১০,৩৮,৭১৬। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা গিয়ে হল ২৬,২৭৩ জন। গত একদিনে মৃতের সংখ্যা ৬৭১। প্রায় সাড়ে দশ লাখ আক্রান্তের মধ্যে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৬,৫৩,৭৫০ জন। সক্রিয় আক্রান্ত ৩,৫৮,৬৯২ জন।
এনিয়ে পরপর তিন দিন আক্রান্তের সংখ্যা ৩০,০০০ ছাড়াল। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২,৯২,৫৮৯ জন। মৃত্যু হয়েছে ১১,৪৫২ জনের। তামিলনাড়তে এখনও পর্য্নত আক্রান্ত ১,৬০,৯০৭ জন। মৃত ৩,৫৭১ জন।