এনবিটিভি,জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান: হকারের বিক্রি করা আইসক্রিম খেয়ে অসুস্থ মন্তেস্বরের কুলুট গ্রামের তিনটি শিশু।এদের মধ্যে একজন মন্তেস্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। স্থানীয় ডাক্তার বাবুর কাছে প্রাথমিক চিকিৎসায় দুইজন কিছুটা সুস্থ হলেও অন্য একজন কে মন্তেস্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
Related articles