এনবিটিভি ডেস্ক: আসানসোলের রেল পারে সজ্বিবাজারের কাছে এইটি বৈদ্যুতিক ট্যন্সেরফারে আগুন। হঠাৎ করে এই আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । সে সময় পাশেই চলছিল সজ্বি বাজার । আগুন জ্বলতে দেখে স্থানীয়রা খবর দেয় উত্তর থানার পুলিশকে। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায় ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ।কিছুক্ষণের মধ্যেই আগুন নেভানো সম্ভব হয় ।হঠাৎ করে ট্যন্সেরফারে আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।