এনবিটিভি ডেস্কঃ ঊষাগ্রাম এলাকায় এক মোটর বাইক আরোহীকে পুলিশের স্টিকার সাটানো একটি গাড়ির ধাক্কা দেওয়ার ঘটনায় তেতে উঠল এলাকাজুড়ে। বৃহস্পিবার রাতে ভাঙচুর করা হয় গাড়িটিতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ৯টা নাগাদ আসানসোলের দিক থেকে গাড়িটি দুর্গাপুরের দিকে যাচ্ছিল। ঊষা গ্রামের কাছে জিটি রোডে মোটরবাইক আরোহীকে ধাক্কা দেয়। এলাকাবাসীর অভিযোগ, গাড়িটি বাইক আরোহীকে বেশি কিছুটা টেনে – হিচড়ে নিয়ে যায়। অভিযোগ, লোকজন এলে গাড়িটি পালানোর চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি বেগতিক বুঝে চালক গাড়ি মাঝরাস্তায় রেখে চম্পট দেন। বাসিন্দারা গাড়িটি আটক রাখেন।
প্রসঙ্গ সূত্রে জানা যায়, আহতকে আসানসোলের জেলা হাসপাতলে পাঠানো হয়। গাড়িটি ভাংচুর করা হয়। পুলিশ জানিয়েছেন, রাত পর্যন্ত আহতের নাম – পরিচয় জানা যায়নি।