দুঃসাহসিক চুরি ক্যানিংয়ের থুমকাটি গ্রামে, এলাকায় চাঞ্চল্য

এনবিটিভি, ক্যানিং :  ক্যানিং থানার অন্তর্গত থুমকাটি গ্রামের একটি বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত্রে ওই বাড়িতে কেউ ছিলেন না, আর ঠিক তখনই বাথরুমের কাঁচ ভেঙ্গে দুষ্কৃতীরা ঢুকে পড়ে। এরপর আলমারি ভেঙ্গে নগদ টাকা আর সোনার গহনা লুট করে। স্থানীয় বাসিন্দারা রবিবার ভাঙ্গা জানলা দেখে ওই বাড়ির লোকজন কে খবর দিলে  তারা এসে পৌঁছায়।

পারিবারিক সূত্রে খবর, তাদের ৪ লক্ষ টাকার সোনার গহনা আর ২০ হাজার নগদ টাকার লুট করেছে। থানার পার্শ্ববর্তী এলাকা হওয়া সত্ত্বেও কিভাবে এতবড় চুরির ঘটনা ঘটলো তা নিয়েছে উঠেছে প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, পুলিশি নজরদারির অভাবেই এই রকম ঘটনা ঘটে চলেছে। শুধু গ্রামে নয় বাজার ও লঞ্চঘাটের পড়ে থাকা লঞ্চ বোর্ড গুলোতেও প্রতিনিয়ত চলছে চুরির ঘটনা। পুলিশ কে জানিয়েও কোনো কাজ হচ্ছেনা এমনি অভিযোগ স্থানীয় দের।

Latest articles

Related articles