আবারও তৃণমূলে যোগদান বিরোধী দলের কর্মী সমর্থকদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200920-WA0030

এনবিটিভি ডেস্ক, আসানসোল: রবিবার আসানসোলের সিটি বাসস্ট্যাণ্ড লাগোয়া অঞ্চলে তৃণমূলের সভায় মন্ত্রী মলয় ঘটক এর হাত ধরে সিপিআই (এম) ও বিজেপি ছেড়ে প্রায় দুই শতাধিক কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করে ৷ দলে আগত নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী ৷ পাশাপাশি এদিনের অনুষ্ঠানে মন্ত্রী বলেন , দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে ভোগী প্রধান মন্ত্রী ৷ দেশে এর আগে জওহর লাল নেহেরু , লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ির মত প্রধান মন্ত্রী এসেছেন ৷ কিন্তু নরেন্দ্র মোদীর জামা থেকে জুতো হাতের ঘড়ি ও কলম সবই বিদেশী ও বহুমূল্যের ৷ তিনি শুধু নিজের স্বার্থের কথা ভাবেন ৷ দেশ ও জনগণের কথা ভাবার সময় নেই ৷ দেশের সব রাষ্ট্রায়ত্ব সংস্থা তিনি বিক্রি করে দিচ্ছেন ৷ এদিন তৃণমূলের সভায় সিপিআই(এম) তিন বারের পুরপিতা ও মেয়র পারিষদ সদস্য থাকা শাকিল আহমেদের সাথে শতাধিক কর্মী ও বিজেপি থেকে শতাধিক তৃণমূলে যোগদান করেন ৷ যেখানে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও মেয়র পারিষদ অভিজিৎ ঘটক, লক্ষণ ঠাকুর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ৷

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর