Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

রেনবো ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় অনুষ্ঠিত হল রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20220305-WA0140

আলিনুর মন্ডল, বসিরহাট: আজ বসিরহাট উত্তর বিধানসভার চৈতা পঞ্চায়েতের অন্তর্গত মালিতিপুর রেলস্টেশন মাঠে রেনবো ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির, ট্রাই সাইকেল বিতরণ, চক্ষু পরীক্ষা শিবির, এবং বসে আঁকো প্রতিযোগিতা।

উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রেনবো ওয়েলফেয়ার সোসাইটির রাজ্য সভাপতি মাননীয় আইনুল হক, পশ্চিমবঙ্গ বিধানসভার উচ্চ শিক্ষা দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা বসিরহাট উত্তরের মাননীয় বিধায়ক রফিকুল ইসলাম সাহেব, এছাড়াও উপস্থিত ছিলেন চৈতা পঞ্চায়েত প্রধান প্রতিনিধি মাননীয় নিজামুদ্দিন মহাশয়, পঞ্চায়েত সভাপতি মাননীয় ফজলুল হক মহাশয়, প্রাক্তন ব্লক সভাপতি মাননীয় সিরাজুল ইসলাম মহাশয়, এবং প্রমুখ নেতৃত্ব বৃন্দ।

আজ প্রায় কুড়িটি ট্রাইসাইকেল এবং 50 জনের অধিক মানুষ রক্ত দান করেন।মাননীয় রফিকুল ইসলাম মন্ডল মহাশয় বলেন রেনবো কথাটির একটা তাৎপর্য আছে, “এর মধ্যে সাতটি রং মিশে আছে আমি এখানে এসে তাদের এই কর্মযজ্ঞে সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তাদের এই সামাজিক কাজকর্ম সত্যিই প্রশংসনীয়”।

আপনার মতামত প্রদান করুন!

সর্বাধিক পঠিত খবর

সর্বশেষ খবর