নিউজ ডেস্ক : ইউরো-কোপা নিজেদের গন্তব্যে পৌঁছে গিয়েছে। তবে ফুটবল প্রেমীদের বিনোদন এখনই শেষ হচ্ছে না। বরং আরো জোরদার লড়াই শুরু হতে যাচ্ছে এবার সূর্যোদয়ের দেশে। টোকিও অলিম্পিকে অংশ নিচ্ছে ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনাদের মত ফুটবল বিশ্বের পরাশক্তি সহ ১৬ টি দেশ। আর খুশির খবর হল প্রথম ম্যাচে ২২ শে জুলাই মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবং রানার্স আপ জার্মানি। তবে গতবার নেইমার থাকলেও এবার সাম্বা ব্রিগেডে নেই কোপা আমেরিকার যুগ্ম সেরা খেলোয়াড় নেইমার।
এদিন মাঠে নামবে আর্জেন্টিনাও। অস্ট্রেলিয়া রয়েছে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে। এবারের আসরে আছে সৌদি আরবও।
২০১৬ সালের অলিম্পিক দলে অবশ্য নেইমার ছিলেন। এবার আর তিনি নেই। ব্রাজিল দলকে এবার নেতৃত্ব দিচ্ছেন দানি আলভেজ। চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬টি দল অংশ নিচ্ছে এবারের আসরে।
‘ডি’ গ্রুপে ব্রাজিল ও জার্মানির বাকি দুই প্রতিপক্ষ আইভরিকোস্ট ও সৌদি আরব। উল্লেখ্য, অলিম্পিকে মূলত অনূর্ধ-২৪ দলের খেলা হয়। তবে প্রতিটি দলে সর্বোচ্চ ৩ জন ২৩ বছরের বেশি বয়সের খেলোয়াড় খেলতে পারেন। উল্লেখ্য, এবার অলিম্পিকে কোনো দর্শক থাকবে না বলে জানিয়েছেন আয়োজকরা।