১৪টি পুজোর উদ্বোধন করবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

images (2)

১৪টি পুজোর উদ্বোধন করবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দুপুর ২টো নাগাদ বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ নেবেন। শপথগ্রহণ করাবেন রাজ্যপাল। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী যেতে পারেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে পুজো উদ্বোধন শুরু করবেন। সোয়া তিনটে নাগাদ সেখানে যাবেন তিনি। এরপর খিদিরপুর ৭৪ পল্লী, ২৫ পল্লীর পুজোও উদ্বোধন করবেন। বিকেল চারটে নাগাদ বেহালা নতুন দলের পুজো উদ্বোধন করবেন। একঘণ্টায় পর পর বড়িশা ক্লাব, অজয় সংহতি, ৪১ পল্লীর পুজো উদ্বোধন করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বিকেল পাঁচটায় বোসপুকুর তালবাগানের পুজো উদ্বোধন করবেন মমতা। তারপর বোসপুকুর শীতলা মন্দির, ২১ পল্লী, আদি বালিগঞ্জের পুজোও উদ্বোধন করবেন এই একঘণ্টায়। সন্ধ্যা ছ’টায় হিন্দুস্তান ক্লাব ও তারপর কালীঘাট মিলন সঙ্ঘের পুজো উদ্বোধন করবেন। এর আগে বুধবার একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করেন মমতা। যোধপুর পার্ক, বাবুবাগান, নাকতলা উদয়ন সঙ্ঘ, সেলিমপুর পল্লী ও চেতলা অগ্রণী-সহ একের পর এক পুজো মণ্ডপে যান তিনি। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো বলে পরিচিত চেতলা অগ্রণী। ওই মণ্ডপে প্রতি বার প্রতিমার চোখ আঁকেন মমতা। এবারও তার ব্যতিক্রম হয়নি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর