ডোমকলঃ নিয়মিত ক্লাস না হওয়ার অভিযোগে ক্লাসরুমের চেয়ার, টেবিল ভাঙচুর করল দশম শ্রেণীর পড়ুয়ারা। চেয়ার, টেবিল ভাঙ্গচুর করতে করতে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডোমকলের বিএসএমএম হাই মাদ্রাসা স্কুলে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়।
জানা গিয়েছে, স্কুল খোলার পর থেকে পড়ুয়াদের নিয়মিত ক্লাসে গাফিলতি এবং বেনিয়ম ভাবে ক্লাস করান শিক্ষকরা। দুই তিনদিন বলার পরেও কোনওরকম পরিবর্তন না দেখে ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। অভিযোগ, সোমবার স্কুলে চারটি ক্লাস হয়ে টিফিনের পরও অতিরিক্ত ক্লাসে যেতে দেরি করেন শিক্ষকেরা। প্রতিবাদ করতেই ছাত্রদের মারধরের অভিযোগ উঠে শিক্ষকদের বিরুদ্ধে । রেগে গিয়ে ভাঙচুর চালায় ক্লাসে থাকা চেয়ার টেবিল। এরপরই স্থানীয়রা গিয়ে পড়ুয়াদের শান্ত করেন।
যদিও প্রধান শিক্ষক কুরবান আলী পুরোপুরি ঘটনা অস্বীকার করে পরীক্ষার দিকে সুর চড়ান। তিনি বলেন, “ছাত্রদের আগামী কয়েকদিন বাদে দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা। ওদের প্রিপারেশন ঠিকমতো হয়নি বলে পরীক্ষা দিতে চাইছেনা। সেটা সম্ভব নয় বলে ছাত্ররা এমন কান্ড ঘটিয়েছে।”