উচ্চমাধ্যমিকে পাশ করানোর নামে ৫০০ টাকা আদায়ের অভিযোগ প্রধানশিক্ষকের নামে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

depositphotos_159164456-stock-photo-india-currency-notes-500-rupee

কোচবিহার: উচ্চমাধ্যমিকের ফল বেরতেই অনুত্তীর্ণদের পাশ করানোর নামে টাকা তোলার অভিযোগ উঠল কোচবিহারে। অভিযোগ, খোদ স্কুলের প্রধান শিক্ষক এই টাকা সংগ্রহ করেছেন। চাপের মুখে অভিযোগ অস্বীকার করলেও ছাত্রদের টাকা ফিরিয়ে দেন ওই শিক্ষক।

কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পড়ুয়াদের কাছ থেকে ৫০০ টাকা আদায় করছিলেন বলে গুরুতর অভিযোগ ওঠে। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল বেধে যায়।

পড়ুয়াদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক সুবীর কুমার ঘোষ উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণদের পাশ করানোর প্রতিশ্রুতি দিয়ে টাকা সংগ্রহ করেছেন। পাশ করার আশায় পড়ুয়ারা ৫০০ টাকা করে জমাও দেন। কিন্তু ঘটনা জানাজানি হতেই বিপাকে পড়েন প্রধান শিক্ষক। এর আগে মিড ডে মিলের সামগ্রী চুরির অভিযোগও উঠেছিল সুবীর কুমার ঘোষের বিরুদ্ধে। এবার টাকা তোলার অভিযোগে কাঠগড়ায় তিনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। আর প্রধান শিক্ষকের এই কীর্তিতে অস্বস্তিতে পড়েছেন স্কুলের বাকি শিক্ষকরাও।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর