‘রোজগার দো’ স্লোগান কংগ্রেসের মিছিলে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200920-WA0018

এনবিটিভি ডেস্ক, আসানসোল: রবিবার আসানসোলের বিএনআর মোড় থেকে হটন রোড মোড় পর্যন্ত যুব কংগ্রেসের পক্ষ থেকে ‘রোজগার দো’ স্লোগানে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয় ৷ এই বিষয়ে স্থানীয় যুব কংগ্রেস নেতা সৌভিক মুখার্জি বলেন , দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন প্রতিবছর ২ কোটি বেকারের কর্ম সংস্থানের ব্যবস্থা করবেন ৷ অথচ বাস্তবে দেখা যাচ্ছে দেশের সমস্ত সরকারি সংস্থাগুলিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে ও কর্ম সংস্থানের সঙ্কোচন ঘটানো হচ্ছে ৷ দেশে উদ্ভূত করোনা সংক্রমণ পরিস্থিতিতে নতুন করে বহু মানুষ কাজ হারিয়েছেন ৷ এই মুহূর্তে দেশে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা ১৪ কোটি ছাড়িয়ে গিয়েছে ৷ তাই কাজ তথা রোজগারের দাবিতে যুবা কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে ৷ পাশাপাশি বেকার যুবক হিসাবে নিজের নাম নথিভূক্ত করার জন্যে একটি টোল ফ্রি নাম্বার চালু করা হয় ৷ এদিন মিছিলে প্রসেঞ্জিত পুইতুণ্ডি, শাহিদ পারভেজ, ইন্দ্রাণী মুখার্জি , চণ্ডী মুখার্জি সহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন ৷

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর