৭৮ রানে অলআউট টিম ইন্ডিয়া

জেমস অ্যান্ডারসন ক্রেইগ ওভার্তন দেওয়া প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে ব্যর্থ বিরাট কোহলীর ভারত। ৪০.৪ ওভারে মাত্র ৭৮ রানে শেষ ভারতের প্রথম ইনিংস। জিমি অ্যান্ডারসন  ৮ ওভারে মাত্র ৬ রান দিয়ে নিলেন ৩ উইকেট। ক্রেগ অভার্টন নিয়েছেন ১৪ রানে ৩ উইকেট। স্যাম কারেন ও অলি রবিনসন নিয়েছেন ২টি করে উইকেট। ভারতের হয়ে সর্বাধিক রান করেন রোহিত ১৯ ও রাহাণে ১৮ রান করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ড ৫ ওভারে ২১ রান করেছে। ব্যাটিংয়ে আছে হাসিব হামিদ ১৫(১৯) ও রোরি বানস ৩(১১) রানে।

Latest articles

Related articles