আগাম খুঁড়ে রাখা হচ্ছে কবর! বাংলাদেশে ভয়াবহ করোনা পরিস্থিতি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

sao-paulo-cemetery-new-burial

নিউজ ডেস্ক : জীবিত মানুষের জন্য খুলে রাখা হচ্ছে কবর! হ্যাঁ, করোনা আঘাতের কারণে এমনই বিপদজনক অবস্থা বাংলাদেশে। মৃত্যু হয়নি এখনও, করোনা যুদ্ধে হাসপাতালে কোন এক শয্যায় কাতরাচ্ছেন কোন এক মুমূর্ষ রোগী কিন্তু তার জন্য বাংলাদেশের রাজধানী ঢাকায় বিভিন্ন কবরস্থানে কবর আগাম প্রস্তুত করে রাখা হচ্ছে। এমনি এক কবরস্থান ঢাকার রায়েরবাজার। চারিদিকে নিভৃত শান্ত পরিবেশ বিদীর্ণ করে দিনের মধ্যে বারবার গোরস্থানটিতে ঢুঁকছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া বহু মানুষের লাশবাহী অ্যাম্বুলেন্সগুলো। তবে সেখানে ওই মৃতদেহগুলোর জানাজা বা কাফনের জন্য উপস্থিত থাকতে দেখা যাচ্ছে না তেমন কাউকে। দুই-একজন খুব ঘনিষ্ঠ ব্যক্তির উপস্থিতিতে কোনো রকমে দাফন সম্পন্ন করা হচ্ছে সেখানে। ইতিমধ্যে ১১০৩ জন করণ আক্রান্ত হয়ে এই গোরস্থানে চির আশ্রয় নিয়েছেন।

 

বাংলাদেশ করোনা পরিস্থিতি গত বছরের তুলনায় অনেক বিপদজনক আকার ধারণ করেছে। সে দেশের সরকারি হিসাব বলছে প্রতি ১৬ মিনিটে এখন মারা যাচ্ছেন একজন করণ আক্রান্ত রোগী। আর শতকরা ৫২ শতাংশ রোগী করোনার উপসর্গ দেখার পাঁচ দিনের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। গত মাসের তুলনায় বাংলাদেশে করণায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৩২ শতাংশ। দেশটিতে করোনা সংক্রমনের শৃংখল ছিন্ন করার জন্য এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে বাংলাদেশ সরকার। কিন্তু লকডাউনে সেভাবে করোনা সংক্রমণ হ্রাস পায়নি এখনও।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর