এনবিটিভি, ওয়েব ডেস্ক: শনিবার বারাণসীর জ্ঞানবাপী মসজিদে এএসআই-এর দ্বিতীয় দিনের সমীক্ষা শুরু হয়েছে। তবে এবার মুসলিম পক্ষও অংশ নিয়েছে।
জানা গিয়েছে, প্রথম দিনে ৭ ঘন্টা ধরে জরিপ চলে। বাইরের অংশের ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করে এএসআই। দেওয়ালে উঠে আসা ত্রিশূল, স্বস্তিক, ঘণ্টা, ফুলের মতো আকৃতির ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা হয়েছে এবং প্রতিটি আকৃতির নির্মাণশৈলী এবং প্রাচীনতা সম্পর্কে তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। পরে মুসলিম পক্ষের হাতে থাকা বেসমেন্ট খুলবে বলে জানা গিয়েছে।