এনবিটিভি, ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের পর এবার কর্নাটকের বিশালগড়ের কড়ইমুড়ার এক বিদ্যালয়ে হিজাব পড়ে স্কুলে না ঢুকতে দেওয়ার অভিযোগ উঠলো। এমনকি ছাত্রীদের পাশে দাঁড়ানোয় অন্য পড়ুয়াদের মারধরেরও অভিযোগ ওঠে। ঘটনার জেরে স্কুলের ছাত্রছাত্রী-সহ অভিভাবকরা স্কুলের সামনেই রাস্তা অবরোধ করেন।
ছাত্রীদের মতে, এই স্কুলে বিশ্ব হিন্দু পরিষদের লিখিতভাবে ছাত্রীদের হিজাব পরায় নিষেধাজ্ঞা জারির দাবিকে অঘোষিতভাবে সমর্থন করেছে স্কুল। শুক্রবার হিজাব পরে আসা ছাত্রীদের স্কুলে ঢুকতে বাধা দেয় কিছু বিশ্ব হিন্দু পরিষদের কর্মী। স্কুলেরই কয়েকজন ছাত্র তাদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করায় তাদের মধ্যে এক ছাত্রকে মারধর করা হয়। যার জেরে স্কুল চত্ত্বর রীতিমতো উত্তপ্ত হয়ে যায়। কিসের ভিত্তিতে ছাত্রীদের বাধা দেওয়া হলো, তা স্কুলের প্রধান শিক্ষকও জানাতে পারেনি।