সীমান্তের মানুষদের স্বাস্থ্য পরিষেবা দিতে মানবিক উদ্যোগ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

চলছে স্বাস্থ্য পরিষেবা ।
চলছে স্বাস্থ্য পরিষেবা ।

এনবিটিভি ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া চরে বেশ কয়েক হাজার মানুষের বসবাস। আর সেই সব মানুষের স্বাস্থ্য পরিষেবা দিতে সীমান্তে হাজির হলেন ব্লক আধিকারিক থেকে জেলা আধিকারিক সহ জনপ্রতিনিধিরা।

 

মঙ্গলবার ব্লক সাস্থ্য আধিকারিক ডাক্তার অমর ঘোষ নিজেই সাধারণ মানুষের চিকিৎসা করেন এবং কিছু ওষুধ দেওয়া দেন। একই ভাবে করোনা ভ্যাকসিন দেওয়া হয়। আবার শিশুদের যে টিকা থেকে শুরু করে ইনজেকশন করা হয় সেই সবও এদিন সাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিশু ও শিশুর অভিভাবকদের ডেকে এনে উদয় নগর চরের ত্রান শিবিরে পরিষেবা দেন। এই পরিষেবা পেয়ে খুশি সীমান্ত এলাকাযর মানুষেরা।

স্বাস্থ্য আধিকারিক জানান, “বছরের ছয়বার এই ধরনের ক্যাম্প করা হবে।” এদিন এই কাজে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক অমর ঘোষ, বি ডি এম ও পি মহালি, জনপ্রতিনিধি রাকিবুল ইসলাম বাবু সহ আরো অনেকে।তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর