এনবিটিভি ডেস্ক: দেশে করোনা সংক্রমিত ২০ লাখ ছুঁতে চলেছে। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৬৪,৫৩৭। ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত হয়েছেন ৫৬,২৮২ জন। মৃত একদিনে ৯০৪ জন। মোট মারা গিয়েছেন ৪০,৬৯৯ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৩,২৮,৩৩৬ জন। আইসিএমআর জানাচ্ছে, মোট নমুনা পরীক্ষার সংখ্যা ২ কোটি ২০ লাখ ছাড়িয়েছে। প্রতি দশলাখে এখন পরীক্ষা হচ্ছে ১৫,৫৬৮ জনের। সুস্থতার হারও এখন বেড়ে হয়েছে ৬৭.১৯ শতাংশ। মৃত্যুর হার কমে হয়েছে ২.০৯ শতাংশ।
মোট সংক্রমিতের ৩০ শতাংশ এখন অ্যাক্টিভ কেস। অন্যদিকে, এদিন থেকেই জাইডাস ক্যাডিলা তাদের করোনা টিকার দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হচ্ছে। তাদের প্রথম পর্যায়ের পরীক্ষার ফল ভালো বলেই দাবি করেছে তারা। গত ২ জুলাই তারা কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলারের অনুমতি পায়।