Tuesday, May 6, 2025
33 C
Kolkata

ইন্ডিয়ান আইডল ১২-এর বিজয়ী পবনদীপ রাজন আহমেদাবাদে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম

ভারতীয় সঙ্গীতজগতে এক উদ্বেগজনক খবর ছড়িয়েছে। জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর বিজয়ী পবনদীপ রাজান সোমবার ভোররাত ৩:৪০টায় আহমেদাবাদে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। ঘটনায় তিনি মারাত্মকভাবে জখম হয়েছেন, যার মধ্যে বাম পা ও ডান হাতে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। তাঁর চিকিৎসার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, পবনদীপ নিদারুণ ব্যথা সহ্য করে চলেছেন। চিকিৎসকদের তৎপরতা সত্ত্বেও তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক। ঘটনার কারণ ও তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সরকারি কোনো বিবৃতি এখনও প্রকাশিত হয়নি। এই দুর্ঘটনাটি ঘটেছে ২৭ শে এপ্রিল, ঠিক তাঁর জন্মদিনের উদযাপনের কয়েক দিন পরেই, যা ঘটনাকে আরও মর্মান্তিক করে তুলেছে।

দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পরই সামাজিক মাধ্যমে ভক্তরা তাদের ভালোবাসা ও দ্রুত সুস্থতার কামনা জানাচ্ছেন। #GetWellSoonPawandeep হ্যাশট্যাগে টুইটার, ইনস্টাগ্রামে হাজারো পোস্ট ভেসে বেড়াচ্ছে। অনেকেই তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দিচ্ছেন।

উত্তরাখণ্ডের চম্পাওয়াট জেলার বাসিন্দা পবনদীপ রাজান একটি সঙ্গীতময় পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর মা সরোজ রাজন, বাবা সুরেশ রাজন ও বোন জ্যোতিদীপ রাজন খ্যাতনামা কুমায়ুনী লোকশিল্পী। মাত্র ২ বছর বয়সে কনিষ্ঠতম তবলা বাদক-এর পুরস্কার জয়ী এই প্রতিভা ২০১৫ সালে দ্য ভয়েস ইন্ডিয়া জিতে সকলের নজর কাড়েন। জনপ্রিয় গায়ক শানকে তিনি মেন্টর হিসেবে পেয়েছিলেন সেই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার শেষে তিনি ৫০ লক্ষ টাকা ও একটি গাড়ি জিতেছিলেন। ২০২১ সালে ইন্ডিয়ান আইডল ১২-এ জয়লাভ করে তিনি জাতীয় পর্যায়ে সাড়া ফেলেন। অরুণিতা কাঞ্জিলাল, মোহদ দানিশ, সায়লী কাম্বলে, নিহাল তাউরো ও শানমুখা প্রিয়ার মতো কঠিন প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে ২৫ লক্ষ টাকা ও গাড়ি পুরস্কার নিয়ে ঘরে ফেরেন তিনি।

যদিও দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে পবনদীপের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তবে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর দ্রুত সুস্থতা ও সঙ্গীত জগতে শীঘ্র ফিরে আসার অধীর অপেক্ষায় রয়েছেন। উত্তরাখণ্ড থেকে মুম্বাই পর্যন্ত তাঁর সঙ্গীতপ্রেমীদের কণ্ঠে এখন একটাই প্রার্থনা— “ফিরে এসো পবনদীপ, তোমার কণ্ঠে আবার বাজুক সুর!”

Hot this week

আত্মহত্যা, না সংখ্যালঘু বিদ্বেষে খুন ?আইআইটির ছাত্র মৃত্যুতে রহস্য ঘনীভূত হচ্ছে

খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল...

সংস্কৃতির সঙ্গে সংঘাত: কাশ্মীরে পর্যটকদের উদ্দাম মদ্যপান নিয়ে  উত্তেজনা

কাশ্মীর, যাকে অনেকেই পৃথিবীর স্বর্গ বলে থাকেন, তার প্রাকৃতিক...

Topics

আত্মহত্যা, না সংখ্যালঘু বিদ্বেষে খুন ?আইআইটির ছাত্র মৃত্যুতে রহস্য ঘনীভূত হচ্ছে

খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল...

সংস্কৃতির সঙ্গে সংঘাত: কাশ্মীরে পর্যটকদের উদ্দাম মদ্যপান নিয়ে  উত্তেজনা

কাশ্মীর, যাকে অনেকেই পৃথিবীর স্বর্গ বলে থাকেন, তার প্রাকৃতিক...

যুদ্ধের আশঙ্কা কি আরো বেশি করে ঘনীভূত হচ্ছে? উঠছে প্রশ্ন।

২২ শে এপ্রিল পেহেলগাঁওতে জঙ্গি হানার পর কেটে গেছে...

মৃত্যুকে হারিয়ে প্রেমের জয়: ক্যান্সারে চলে যাওয়া প্রেমিকাকে বিয়ে করলেন সাগর

হাওড়ার সাঁকরাইলের মানিকপুর গ্রাম পঞ্চায়েতের চার বাম্পার এলাকায় এক...

Related Articles

Popular Categories